যুব-উন্নয়ন অধিদপ্তর থেকে ফ্রী প্রশিক্ষণ নেয়ার সুযোগ এবং ১৩৫০০ ভাতা

 




দেশের ‌১৮ থেকে ৩৫ বছর বয়সী কর্মপ্রার্থীদের কর্মসংস্থানের উদ্দেশে প্রশিক্ষণ
দেবে যুব উন্নয়ন অধিদফতর। নামমাত্র ফিতে প্রশিক্ষণার্থীদের জন্য থাকছে সরকারি
ভাতার ব্যবস্থাও।



প্রশিক্ষণ কোর্স/ ট্রেডে নাম- ওয়েব ডিজাইন


কোর্সটির মেয়াদ ২ মাস। কোর্স ফি
  ৫০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি পাস। প্রশিক্ষণ ভাতা দেওয়া
হবে দৈনিক ১০০ টাকা।



প্রশিক্ষণ কোর্স/ ট্রেডের নাম- ফ্রিল্যান্সিং/ আউট সোর্সিং

এই কোর্সটির মেয়াদ ১ মাস। কোর্স ফি ধরা হয়েছে ৫০০ টাকা।শিক্ষাগত যোগ্যতায়
  এইচএসসি পাস হতে হবে। প্রশিক্ষণ
ভাতা দেওয়া হবে দৈনিক ১০০ টাকা।



প্রশিক্ষণ কোর্স/ ট্রেডের নাম- মৎস্য চাষ

এই কোর্সটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ১ মাস। কোর্স ফি ধরা হয়েছে মাত্র ৫০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস। প্রশিক্ষণ ভাতা দেওয়া দৈনিক ১০০ টাকা।



প্রশিক্ষণ কোর্স/ ট্রেডের নাম- ইয়ুথ কিচেন

মেয়াদ ১ মাস। কোর্স ফি ১০০ টাকা। শিক্ষাগত যোগ্যতায়
  অষ্টম শ্রেণি পাস হতে
হবে। প্রশিক্ষণ ভাতা দেওয়া হবে দৈনিক ১০০ টাকা।



প্রশিক্ষণ কোর্স/ ট্রেডের নাম- গবাদিপশু, হাঁস-মুরগী পালন, প্রাথমিক চিকিৎসা,
মৎস্য চাষ ও কৃষি’ বিষয়ক প্রশিক্ষণ কোর্স

এই কোর্সটিরও মেয়াদ ১ মাস। কোর্স ফি ধরা হয়েছে মাত্র ১০০ টাকা (ফেরত যোগ্য)।
শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস। প্রশিক্ষণ ভাতা দেওয়া হবে প্রতিমাসে ৪৫০০
টাকা।



পদগুলোর জন্য আবেদনপত্র জমা দেওয়া যাবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত। বিস্তারিত দেখুন
প্রকাশিত বিজ্ঞাপনে।



 



আবেদন ফরম ডাউনলোড করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url