আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

 




সম্প্রতি আবারো আকিজ গ্রুপে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশিত হয়েছে । আকিজ গ্রুপ বাংলাদেশের স্বনামধন্য একটি মাল্ট ন্যাশনাল কোম্পানি,
নতুন এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল নারী-পুরুষরা আবেদন করতে পারবে।
 



 



আকিজ
গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি



আকিজ ফূড এন্ড বেভারেজ লিমিটেডে বিক্রয় বিভাগে
নিচে উল্লখিত শর্তাবলি পুরন সাপেক্ষে কিছু সংখ্যক দক্ষ ও পরিশ্রমী সেলস ম্যানেজার
এবং সেলস অফিসার নিয়োগ করা হবে।



 



সেলস
অফিসার



যোগ্যতাঃ নুন্নতম উচ্চ মাধ্যমিক/স্নাতক পাশ( স্নাতক পাশ ধারিদের অগ্রাধিকার
দেয়া হবে)

অভিজ্ঞতাঃ ০-২ বছরের বাস্তব অভিজ্ঞতা ( এসও দের অগ্রাধিকার দেয়া হবে) 

বয়সঃ ২২ থেকে ৩২ বছর

কর্মস্থলঃ বাংলাদেশের যেকোন স্থানে



 



আগ্রহি পার্থীদের বাংলায় বায়োডাটা। ২ কপি রজ্ঞিন
পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার মুল সনদপ্ত্র ও ভোটার আইডি কার্ড এর
ফটোকপিসহ পদবি অনুসারে ইন্টারভিউএর জন্য নিদ্রিস্ট তারিখে, নিদ্রিস্ট স্থানে
উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হল।



 

আকিজ গ্রুপ নিয়োগ
সার্কুলার 


প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউ এর পরের দিন
থেকে সংশ্লিষ্ট
  রিজিও তিন দিনব্যাপী   ফিল্ড ট্রেনিং প্রদান করা হবে এরপর নির্বাচিত প্রার্থীদের
বাংলাদেশের যেকোন স্থানে কোম্পানির নিয়ম অনুযায়ী পোস্টিং দেয়া হবে
  ফিল্ড ট্রেনিং চলাকালিং সময়, খওয়া ও থাকা নিজ দায়িক্তে করতে
হবে। এসময় কোম্পানি থেকে কোন প্রকার সহায়তা প্রদান করা হবেনা ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url