সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (২০০ জন)

 

২০০টি পদে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২-বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর অধীন অস্থায়ী ভিত্তিতে বাস ও ট্রাকের জন্য চালক এর শুন্যপদে নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিচের শর্তানুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

 

চাকরির ধরনসরকারি চাকরি
জেলাউল্লেখিত জেলা ব্যতীত
চাকরি দাতা সংস্থাসড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)
ওয়েবসাইটbrtc.gov.bd
পদের সংখ্যা২০০ জন
বয়স১৮-৩০ বছর
শিক্ষাগত যোগ্যতাএসএসসি পাশ
আবেদন শুরু হবে১৩ জানুয়ারি, ২০২২
আবেদনের শেষ তারিখ০৬ ফেব্রুয়ারি, ২০২২
আবেদনের মাধ্যমটেলিটক অনলাইনে

 

BRTC Job Circular 2022: বিআরটিসি-এর কন্ডাক্টর, গ্রেড-ডি (কাউন্টারম্যান) শুন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিন্নবর্ণিত শর্তসাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

পদের নামঃ কন্ডাক্টর (কাউন্টারম্যান)
শিক্ষাগত যোগ্যতাঃ
 মাধ্যমিক/এসএসসি পাশ হতে হবে।
পদ সংখ্যাঃ ২০০ জন
গ্রেডঃ ১৮তম
বেতন স্কেলঃ ৮৮০০-২১৩১০ টাকা

যেসব জেলার নাগরিকদের আবেদন করার প্রেয়োজন নেইঃ নারায়ণগঞ্জ, বগুড়া, মেহেরপুর, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর

  • আবেদন প্রক্রিয়া শুরুঃ ১৩/০১/২০২২
  • আবেদনের শেষ তারিখঃ ০৬-০২-২০২২
  • আবেদনের ঠিকানাঃ brtc.teletalk.com.bd

 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url