৬০০ পদে রোমানিয়ায় কোম্পানিতে জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
৬০০ পদে রোমানিয়ায় কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশঃরোমানিয়ার বিখ্যাত ফেরুসিও কন্সট্রাক কোম্পানিতে নিম্নলিখিত পদে কিছু সংখ্যক পুরুষ কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদেরকে ১২ কপি রঙ্গিন ছবি (সাইজ ৩৫ ৪৫, সাদা ব্যাক-গ্রাউন্ড) অভিজ্ঞতার সনদপত্র ও মূল পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স সনদসহ যোগাযোগের জন্য অনুরোধ করা হল।
চাকরির ধরন | |
জেলা | সকল জেলা |
কোম্পানি | ফেরুসিও কন্সট্রাক কোম্পানি |
শূণ্যপদ | ০৬টি |
পদের সংখ্যা | ৬০০ জন |
বয়স | দেয়া নেই |
শিক্ষাগত যোগ্যতা | লাগবে না |
সুযোগ-সুবিধাঃ মেয়াদ ২ বছর (নবায়নযোগ্য), কর্ম সময় ১০ ঘণ্টা (সপ্তাহে ৬ দিন), বাসস্থান-খাওয়া, মেডিকেল, ইন্স্যুরেন্স, ফ্রি ওভারটাইম (রোমানিয়ান শ্রম আইনানুযায়ী)। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক নিয়গানুমতি।
যোগাযোগের ঠিকানাঃ এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ (বিডি), নাভানা সিলভানিয়া (৬ষ্ঠ তলা), উত্তর বারিধারা ডিপ্লোমেটিক জোন, গুলশান-২, ঢাকা-১২১২,
মোবাইল- ০১৯৩৩-৩৩৮৮০০, ০১৩২৪-৯৮০০০।
অনলাইনে আবেদনের ঠিকানাঃ আগ্রহীরা এই https://acgbd.com ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করুন