প্রমি এগ্রো ফুডস লিমিটেড নিয়োগ ২০২১
প্রমি এগ্রো ফুড লিমিটেডে নিয়োগ ২০২১
দেশের স্বনামধন্য
খাদ্যপণ্য উৎপাদন, বিপণন ও জাতীয় রপ্তানিতে স্বর্ণপদক বিজয়ী প্রতিষ্ঠান “প্রমি এগ্রো
ফুডস লিমিটেড”-এ জরুরী ভিত্তিতে নিম্নলিখিত পদে জনবল নিয়োগ করা হবে। বাংলাদেশের সকল
জেলার যোগ্য নাগরিকগণ নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে পারবেন
চাকরির ধরন | |
কোম্পানি | প্রমি এগ্রো ফুডস লিমিটেড |
ওয়েবসাইট | |
জেলা | সকল জেলা |
মোট পদ | ০৩টি |
পদের সংখ্যা | ৩৯০ জন |
বয়স | ১৮-৪০ বছর |
শিক্ষাগত যোগ্যতা | এসএসসি/এইচএসসি/স্নাতক |
সাক্ষাতকারের তারিখ | ২৬ নভেম্বর- ০৩ ডিসেম্বর, ২০২১ |
প্রমি এগ্রো ফুডস লিমিটেড নিয়োগ ২০২১
PROMI agro foods limited Job Circular 2021: প্রমি এগ্রো ফুডস গ্রুপের পণ্য সামগ্রী দ্রুত বাজারজাত ও সরবরাহ
করার লক্ষ্যে ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ
সহ দেশব্যাপী ডিলার/কমিশন ডিলার নিয়োগ চলছে। আগ্রহী ডিলারগনকে ০১৭৬২-৬৮২৮০০
নম্বরে যোগাযোগের জন্য আহবান করা হচ্ছে। এর পাশাপাশি সেলস ও মার্কেটিং বিভাগে
জরুরী ভিত্তিতে নিচে উল্লেখিত পদসমূহে লোকবল নিয়োগ করা হবে।
আগ্রহী চাকুরী প্রত্যাশীগনকে জীবন বৃত্তান্ত,
দুই কপি ছবি, সকল সার্টিফিকেটের ফটোকপি, জাতীয় সনদপত্র এবং অভিজ্ঞতার সনদের
ফটোকপি সহ আগামী ২৬-১১-২০২১ইং থেকে ০৩-১২-২০২১ইং পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে নিম্ন উল্লেখিত
মোবাইল নম্বর সমূহে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।