Sundarban Courier Service (Pvt.) Ltd Job Circular 2021 TechFreelance
সুন্দরবন কোরিয়ার সার্ভিস লিমিটেডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে , ৫০ জন কোরিয়ার ম্যান হিসেবে নিয়োগ দেবে, সুন্দরবন কোরিয়ার সার্ভিস লিমিটেড, এটি একটি প্রাইভেট কোম্পানি , সারা বাংলাদেশে ব্যাপি তারা অনেক বছর ধরে কাজ করে আসছে, তাদের সার্ভিস বাড়ানোর জন্য ৫০ জন কোরিয়ার ম্যান লাগবে জারা শুধু মাত্র ঢাকা সিটির মধ্য কোরিয়ার ম্যান্ম হিসেবে কাজ করবে , জাদের মাসিক বেতন হবে ১২,০০০-১৬৫০০ টাকা, আগ্রহী পার্থীরা আবেদন করে ফেলুন ।
সুন্দরবন কোরিয়ার এ কোরিয়ার ম্যান হিসেবে যে সব যোগ্যতা প্রয়োজন
পার্থীকে অবশ্যই নুন্যতম এস এস সি /এইস এস সি পাশ হতে হবে , নিজেস্য সাইকেল এবং কোম্পিউটার যানা পার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
সুন্দরবন কোরিয়ার এ কোরিয়ার ম্যান হিসেবে আবেদন করার নিয়োম
আগ্রহী পার্থীদের সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি , বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেট , জাতীয় পরিচয়পত্র সহ, খামের উপরে পদের নাম উল্লেখ করে আগামি ১০-১১-২০২১ ইং তারিখের মধ্য নিম্ন ঠিকানায় অথবা, ই-মেলের মাধ্যমে আবেদন পত্র পেরন করার জন্য অনুরধ করা হল
উপমহা ব্যাবস্থাপক (প্রশাসন)
সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রাঃ) লিঃ
কর্পোরেট অফিস, ০৭ দিল্কুশা, বা/এ মতিঝীল ঢাকা,
ইমেইল admin@sundarbancourier.com.bd
নিচে সার্কুলার দেয়া হলঃ
নিচে আরো চাকরি দেখুনঃ
১। নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ ২০২১
২। মেঘনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
৩। একাধিক পদে নিয়োগ দিচ্ছে (RFL Group)-আর এফ এল গ্রপ ।
৪। নতুন নিয়মে এসআই নয়োগ প্রস্তুতি নেবেন যেভাবে
এছাড়াও প্রতিদিন চাকরির নতুন নতুন সার্কুলার পেতে এই সাইটটি ফলো করে রাখুন