একাধিক পদে নিয়োগ দিচ্ছে ওয়ালটন । পদ সংখ্যা-১২০টি
বাংলাদেশের বিখ্যাত স্বনামধন্য ইলেকট্রনিক্স কোম্পানি ওয়ালটন একাধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড , নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ৩০টি পজিশনে মোট পদ সংখ্যা ১২০জন ।
আমরা জানি যে ওয়ালটন বাংলাদেশে ইলেকট্রনিকস সবচেয়ে ভালো একটি পজিশনে রয়েছে সেইসাথে ওয়ালটন আমাদের কর্মসংস্থানের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে আসছে অনেকদিন যাবত আমরা অনেকেই ওয়ালটনে আবেদন করতে পারব
আশা করি আপনারা সবাই নিচের উক্ত পদ গুলোর যোগ্যতা অনুজায়ি আবেদন করবেন । কারা কারা আবেদন করতে পারবেন এবং কি কি রিকোয়ারমেন্ট লাগবে আবেদন করতে সবকিছু নিচে দেয়া আছে আমরা অবশ্যই পড়ে দেখতে পারবেন নিচে পথের বিষয়সমূহ সবকিছু দেয়া থাকলেও আবেদন করতে অবশ্যই এপ্লাই ক্লিক করবেন ক্লিক করে আবেদন করতে পারবেন
(১) পজিশনঃ Graphics Designer-গ্রাফিক্স ডিজাইনার
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড
পদ সংখ্যাঃ
দুইজন
কাজের প্রসঙ্গঃ
১। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রশাসন গ্রাফিক্স ডিজাইনের জন্য গতিশীল কাজের দক্ষতা থাকতে হবে
কাজের দায়িত্ব সমূহঃ
১। কাগজে বিজ্ঞাপন বিলবোর্ড ম্যাগাজিন ওয়েব ব্যানার পোস্টার লিফলেট ইত্যাদি ডিজাইন করা।
২। উপহার বক্স শুভেচ্ছা কার্ড এবং কভার ডিজাইন করা
৩। প্রয়োজনে বিভিন্ন অংকন স্কেচ লিফলেট লোগো বর্ষার ইত্যাদি প্রস্তুত করা
৪। ম্যানুয়ালি ডিজাইন তৈরি করা এবং প্রয়োজন অনুসারে বিভিন্ন স্টিকার ডিজাইন করা
৫। ম্যানেজমেন্ট নির্ধারিত অন্য কোন কাজ সময়মতো করা
কাজের অবস্থাঃ
ফুলটাইম
কর্মস্থলঃ অফিস কাজ
শিক্ষাগত যোগ্যতাঃ
১।যেকোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে চারুকলা বিভাগ থেকে স্নাতক পাস ।
২।প্রয়োজনীয় দক্ষতা গ্রাফিক্স ডিজাইনার।
কাজের অভিজ্ঞতাঃ
১। নির্ধারিত পাঠ থেকে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে উল্লেখিত বিষয়ে।
২। আবেদনকারীর নিম্নলিখিত এলাকায় অভিজ্ঞতা থাকতে হবে টুডি নকশা।
অতিরিক্ত যোগ্যতা আবশ্যকঃ
১। কমপক্ষে 25 বছর বয়স হতে হবে
২। অ্যাডবি ফটোশপ ও ইলিস্টেটরে অভিজ্ঞতা থাকতে হবে
৩। টুডি ডিজাইন করার ক্ষমতা থাকতে হবে
৪। প্রোডাক্ট বডি ডিজাইন করতে সক্ষম হতে হবে
৫। ভালো যোগাযোগ এবং ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে
৬। মাইক্রোসফট অফিস এক্সেল এবং পাওয়ার পয়েন্টে দক্ষতা হতে হবে
৭। ভালো প্রেরণা এবং নেতৃত্ব দেয়ার ক্ষমতা থাকতে হবে
জব লোকেশনঃ
গাজীপুর
বেতনঃ আলোচনা সাপেক্ষে
এপ্লাই করতে নিচের এপ্লাই না এতে ক্লিক করুন
(২)। পজিশনঃ নিরীক্ষার উপ-প্রধান-Deputy Head of Audit
ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড লিমিটেড
পদ সংখ্যাঃ
১ জন
কাজের দায়িত্ব সমূহঃ
১। এইচডি নির্দেশনা অনুযায়ী পরিচালনা ও পর্যবেক্ষণ।
২। নিয়োমিত ভাবে নিরিক্ষার কার্যক্রম তদারকি করা।
৩। নিরীক্ষা লক্ষ অর্জনে HOD কে সমর্থন করা।
৪। তত্ত্বাবধান কারখানায় নেতৃত্ব দেয়া এবং ডাবলু এস এম এস নিরীক্ষা দল হিসেবে কাজ করা
৫। এডিট দলের সদস্যদের প্রশিক্ষণ ও নির্দেশনা দেয়া ।
৬। আন্তর্জাতিক এডিটিং স্ট্যান্ডার অনুশীলন করা ।
৭। নিরীক্ষা ও পরিকল্পনা পদ্ধতি বজায় রাখুন এবং এডিট রিপোর্ট উন্নয়নের সুযোগ পর্যালোচনা করা।
৮। বিভাগীয় প্রধান ও ও ব্যবস্থাপনার নির্দেশনা অনুযায়ী অন্যান্য কার্যক্রম সমাধান করা।
কাজের অবস্থাঃ
ফুল টাইম
কর্মস্থলঃ
অফিসে কাজ।
শিক্ষাগত যোগ্যতাঃ
যে কোন সন্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে একাউন্টিং অথবা ফিন্যান্সে এমবিএ/ এফসিএতে পেশাগত যোগ্যতা প্রয়োজন।
কাজের অভিজ্ঞতাঃ
প্রার্থীরা অবশ্যই 2 থেকে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
অতিরিক্ত যোগ্যতা আবশ্যকঃ
১। বয়স 30 থেকে 35 বছরের মধ্যে হতে হবে।
২। অভ্যন্তরীণ নিরীক্ষা এবং সম্মতি সম্পর্কিত শংসাপত্র অগ্রাধিকার পাবে।
৩। মেনুফেকচারিং কোম্পানিতে অভিজ্ঞতা থাকতে হবে ।
৪। সময় ব্যবস্থাপনা ও শেখার ক্ষমতা থাকা।
৫। চমৎকার যোগাযোগ ও চাপের মধ্যে কাজ করার ক্ষমতা থাকা।
জব লোকেশনঃ
ঢাকা
বেতনঃ আলোচনা সাপেক্ষে
(৩) পজিশনঃ রপ্তানি ব্যবস্থাপক
ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড লিমিটেড
পদ সংখ্যাঃ
২ জন ।
কাজের দায়িত্বঃ
১। বিভিন্ন দেশের সম্ভাব্য গ্রাহকদের ট্যাপ করে নতুন ব্যবসার সুযোগ গুলি চিহ্নিত করা।
২। গ্রাহকদের চাহিদা ও প্রয়োজনীয়তা নিয়ে গবেষণা করে বিভিন্ন বিক্রয় কার্যক্রম পরিকল্পনা পরিচালনা ও নকশা পর্যবেক্ষণ, বিকাশ ও বাস্তবায়ন করা।
৩। বর্তমান গ্রাহক অফ ব্যবসায়ী অংশীদারদের সাথে যোগাযোগ স্থাপন করা এবং ব্যবসায় পরিমান বাড়ানো।
৪। সকল রপ্তানি পণ্যের বিক্রয় কার্যক্রম পরিচালনা এবং কল রপ্তানিপণ্যের লক্ষ্যমাত্রা অর্জন করা।
৫। বাজার গবেষণা এবং বাজারে নতুন পণ্য চালু করতে অংশগ্রহণ করা।
কাজের অবস্থাঃ
ফুল টাইম
কর্মস্থলঃ
অফিস
শিক্ষাগত যোগ্যতাঃ
যে কোন বিষয়ে ন্যূনতম স্নাতক /বিবিএ ইঞ্জিনিয়ারিং এ বি এস সি।
কাজের অভিজ্ঞতাঃ
১। উক্ত কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
২। আবেদনকারীদের নিম্নলিখিত এলাকায় অভিজ্ঞতা থাকতে হবেঃ বিপণন ব্যবস্থাপনা ও বিক্রির পরিকল্পনায়।
৩। বয়স ২৫ থেকে ৪০ বছরের হতে হবে।
৪। দলের খেলোয়ার হতে হবে, এবং কেন পারব না এর মনোভাব থাকতে হবে।
৫। যেকোনো কাজের লক্ষ্য অর্জন করতে হবে এবং সর্বপ্রকার কাজের চাপ সামলাতে সক্ষমতা থাকতেই হবে। সক্ষমতা অবশ্যই জরুরি
৬। বাংলা ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে এবং আফ্রিকায় বাজার গবেষণার জন্য এবং পরিচালনার জন্য ফরাসি ভাষায় দক্ষ হতে হবে
৭। একটি স্বনামধন্য বিদেশী বিশ্ববিদ্যালয় থেকে পটভূমি বিষয়ের ওপর উচ্চতর ডিগ্রি রা অগ্রাধিকার পাবে এবং এবং ইলেকট্রনিক্স পণ্য রপ্তানিতে দক্ষতা থাকতে হবে
৮ । কম্পিউটার অফিস এপ্লিকেশন অর্থাৎ xl এমএস ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টে দক্ষতা হতে হবে
জব লোকেশনঃ
ঢাকা
বেতনঃ আলোচনা সাপেক্ষে
জীবনবৃত্তান্তের সঙ্গে অবশ্যই ছবি যুক্ত করতে হবে এবং তারপর আবেদন করতে হবে
আবেদন করতে এপ্লাই নও তে ক্লিক করুন
হার্ডকপি
অনুগ্রহ করে জীবনবৃত্তান্তে সঙ্গে আপনার ২ কপি ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি ১ কপি কালার প্রিন্ট পাসপোর্ট সাইজের ছবি । নিচের ঠিকানায় পাঠাতে হবেঃ
আবেদন পাঠানোর ঠিকানাঃ Chief Human Resource Officer Corporate Office, Walton Group, Plot No-1088, Block-I, Sabrina Sobhan (5th Avenue), Bashundhara, Dhaka-1229
আবেদনের শেষ তারিখঃ 14 অক্টোবর 2021
(৪)পজিশনঃমেডিকেল এসিস্ট্যান্ট ( চিকিৎসক)
ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড লিমিটেড
পদ সংখ্যাঃ
২ জন
কাজের প্রসঙ্গঃ
১। ওয়ালটন ট্রাস্টি বোর্ড মেডিকেল সেন্টারে একজন গতিশীল মেডিকেল এসিস্ট্যান্ট এর প্রয়োজন, যিনি মেডিকেল গতিশীল কাজ করে থাকবেন
কাজের দায়িক্তসুমহঃ
১। রোগী গ্রহণ করতে হবে এবং রোগীর ইতিহাস সম্পর্কে জানতে হবে।
২। ভিজিটরের উদ্দেশ্য নিশ্চিত করতে হবে এবং রোগীর প্রাথমিক চিকিৎসা প্রদান করতে হবে।
৩। প্রাথমিক শারীরিক পরীক্ষা করে রোগীকে চিকিৎসার জন্য প্রস্তুত করতে হবে।
৪। এবং পরীক্ষার জন্য রোগীকে প্রস্তুত করতে হবে।
৫। সংশ্লিষ্ট সময়সূচী এ্যাপোয়মেন্ট এবং রোগীর জন্য হাসপাতালে ভর্তির ব্যবস্থা করতে হবে।
কাজের অবস্থাঃ
ফুলটাইম
কর্মস্থলঃ
অফিসে কাজ
শিক্ষাগত যোগ্যতাঃ
মেডিকেল ফ্যাকাল্টি তে ডিপ্লোমা ডিএমএস
কাজের অভিজ্ঞতাঃ
১। কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
২। উক্ত বিষয়ে দক্ষতা থাকা জরুরি।
অতিরিক্ত যোগ্যতা আবশ্যকঃ
১। আবেদনকারীর বয়স কমপক্ষে 26 বছর হতে হবে
২। রোগীর গোপনীয়তাঃ মেনে চলার জন্য দক্ষতা থাকতে হবে এবং সেই সাথে সিকিউরিটি পালন করতে হবে।
৩। যেকোনো অবস্থায় যেকোনো সম্মুখে চাপের মধ্যেও কাজ করার মানসিকতা থাকতে হবে
৪। আবেদনকারীকে অবশ্যই সাহসী, প্রফুল্্ যোগ্যতাসম্পন্ন হতে হবে।
৫। ইন্টার্নেট ব্রাউজিং থেকে শুরু করে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এর যাবতীয় কাজ জানতে হবে।
জব লোকেশনঃ
গাজীপুর
বেতনঃ আলোচনা সাপেক্ষে
এপ্লাই করতে এ্যাপলাই নাও তে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখ 12 ই অক্টোবর 2021
(৫) পজিশনঃউপ সহকারী। প্রকৌশলী (উত্তোলন)
ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড লিমিটেড
পদ সংখ্যাঃ
2 জন
কাজের দায়িক্তসুমহঃ
১। লিফট ইনস্টলেশন এবং কমিশন-সংক্রান্ত কার্যক্রমের তত্ত্বাবধান ও পর্যবেক্ষণ করতে হবে।
২। ক্লায়েন্ট এবং ইনস্টলেশন দলের পাশাপাশি কারখানার সাথে সমন্বয় সাধন করতে হবে।
৩। নকশা, বাস্তবায়ন এবং নতুন পদ্ধতি পরীক্ষা করে উৎপাদনশীলতাকে অপ্টিমাইজ করতে হবে।
৪। একত্রিত আবেদন প্রস্তুত করা এবং ঝুঁকি মূল্যায়ন পরিচালনা করতে হবে
৫। প্রাক ম্যাট্রিক বিশ্লেষণ করে উন্নতি পর্যবেক্ষণ ক্ষেত্রগুলি আবিষ্কার করতে হবে।
৬। সুপ্রিয়া পরিবর্তনের সকল বাস্তবায়নের সাথে নির্দেশনা সম্পাদনা করতে হবে।
কাজের অবস্থাঃ
ফুল টাইম
কর্মস্থলঃ অফিসে কাজ
শিক্ষাগত যোগ্যতাঃ
যেকোনো স্বনামধন্য পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ম্যান মেদিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা
প্রয়োজনে দক্ষতায় ইনস্টলেশন এবং ইমারতে পারদর্শী হতে হবে
কাজের অভিজ্ঞতাঃ
১। প্রার্থীকে অবশ্যই কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
২। এবং আবেদনকারীকে নিম্নোক্ত বিষয়ে ভালোভাবে অভিজ্ঞতা থাকতে হবে যেমন লিফট ইনস্টলেশন/লিফট এক্সেলেটর
অতিরিক্ত যোগ্যতা আবশ্যকঃ
১। আবেদনকারী বয়স অবশ্যই কমপক্ষে 22 বছর হতে হবে
২। ভালো যোগাযোগ স্থাপনের দক্ষতা সম্পন্ন হতে হবে
৩। লিফট এর যান্ত্রিক এবং বৈদ্যুতিক উপাদান গুলো ভালোভাবে জ্ঞান রাখতে হবে
4 কম্পিউটার অফিস এপ্লিকেশন এ দক্ষতা হতে হবে।
জব লোকেশনঃ
গাজীপুর
বেতনঃ আলোচনা সাপেক্ষে
জীবনবৃত্তান্তের সঙ্গে অবশ্যই ছবি যুক্ত করতে হবে এবং তারপর আবেদন করতে হবে
(৬) Branch Manager (Service Point) -শাখা ব্যবস্থাপক (সার্ভিস পয়েন্ট
পদ সংখ্যা - ১০ জন
কাজের দায়িত্ত সুমহঃ
১। ওয়ালটন সার্ভিস পয়েন্টের প্রতিদিনের কাজ পরিচালনা ও পর্যবেক্ষণ করা।
২। বিক্রয়োত্তর সেবা সহায়তা এবং গ্রাহকদের অভিযোগগুলি কাঠামোগত সময়সীমার মধ্যে মোকাবেলা করা ।
৩। দায়িত্বশীল সার্ভিস পয়েন্টের কর্মচারী/ কর্মীদের কার্যক্রম পরিচালনা ও পর্যবেক্ষণ করা।
৪। গ্রাহক এবং বহিরাগত স্টেকহোল্ডারদের সাথে সম্পর্ক গড়ে তোলা।
৫। গ্রাহকদের মতামত এবং প্রযুক্তিগত প্রতিক্রিয়া সংগ্রহ করা এবং কেন্দ্রীয় পরিষেবা সদর দপ্তরে রিপোর্ট করা।
৬। খুচরা যন্ত্রাংশের দোকান এবং দৈনিক হিসাবের কার্যক্রম পর্যবেক্ষণ করা।
কাজের সময়ঃ ফুল-টাইম,
কর্মস্থলঃ অফিসে কাজ
শিক্ষাগত প্রয়োজনীয়তাঃ
যেকোন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে স্নাতোক/স্নাতকত্তর ।
কাজের অভিজ্ঞতাঃ
কমপক্ষে ১-৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে
ফ্রেশারাও আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে।
অতিরিক্ত যোগ্যতা আবশ্যকঃ
১। যোগদান কারির বয়স অবশ্যই ২৮-৩৫ বছরের মধ্যে হতে হবে।
২। শুধু মাত্র পুরুষরা আবেদন করতে পারবে।
৩। কম্পিউটারের অফিস অ্যাপ্লিকেশন সম্পর্কে ভালো ধারোনা থাকতে হবে ( MS Word, MS Exel, Power point ETC)
৪। ভাল ব্যক্তিক, বিশ্লেষণাত্মক ও যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধান, নেতৃত্বের দক্ষতার পাশাপাশি সাংগঠনিক দক্ষতা থাকতে হবে।
৫। মোটরসাইকেল চালানোর দক্ষ্যতা থাকতে হবে।
৬। বাংলাদেশের যে কোন স্থানে জব করার মানুশিকতা থাকতে হবে।
মাসিক বেতনঃ ২৫,০০০
এপ্লাই করতে নিচে এপ্লাই নাও তে ক্লিক করুন
এপ্লাই করার পর অবশ্যই আপনাকে এই ঠিকানায় jobs@waltonbd.com সিভি পাঠাতে হবে
আবেদন করার শেষ তারিখ: ৩১ অক্টবর ২০২১
Company Information
Walton Hi-Tech Industries Ltd.Address : Dhaka Corporate Office: Plot-1088, Road # 80ft-2, Block-I, Bashundhara R/A, P.O- Khilkhet, P.S-Vatara, Dhaka-1229.Web : www.waltonbd.comচাকরির খবরঃ যে কোন চাকরির খবর জানতে আমাদের সাইট এ ফলো করুন ।